যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ছাড়ালো

238

আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্যমতে সোমবার সকাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৩ হাজার ২১৮ জন। খবর ইউএনবি’র।

পাশাপাশি এই ভাইরাসে দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৫২ জন।

যুক্তরাষ্ট্রে মারাত্মকভাবে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হলো ক্যালিফোর্নিয়া। সেখানে মোট ৬ লাখ ২২ হাজার ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফ্লোরিডায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৩ হাজার ৪১৬ জন। টেক্সাসে ৫ লাখ ৫৪ হাজার ৮২৬ জন এবং নিউইয়র্কে ৪ লাখ ২৫ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত এবং মৃত্যুর তালিকায় বিশ্বে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ৮৯৩ জন। মারা গেছেন ৭ লাখ ৭৩ হাজার ৯৩৪ জন।

গত মাসে করোনায় আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। ২৮ জুন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল এক কোটি। পরের ৪৩ দিনে দ্বিগুন হয়েছে।

গতবছরে চীনের উহানে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। দ্রুতই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থ করোনাকে মহামারি ঘোষণা করে।

Leave A Reply

Your email address will not be published.