যুক্তরাষ্ট্রে বিস্ফোরণে উড়ে গেল বাড়ি

270

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম বাল্টিমোরে সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে এক বিস্ফোরণে একটি বাড়ি উড়ে গেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। খবর এনবিসি নিউজের।

বাল্টিমোর ফারায় বিভাগের দেওয়া তথ্যমতে ওই বিস্ফোরণে একজন মহিলা নিহত হয়েছেন। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে বাল্টিমোর ফায়ার বিভাগের মুখপাত্র ব্লাইর অ্যাডামস বলেছেন, ‘এখনো পরিস্কার নয় যে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। আমরা বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। উদ্ধারকাজ সব সময়ই শ্রমসাধ্য। বিস্ফোরণটা ভয়াবহ ছিল। পুরো বাড়ি ভস্মিভূত হয়েছে। কয়েক টন ধ্বংসাবশেষ পরিস্কার করা হচ্ছে। ধারনা করা হচ্ছে গ্যাস লাইন থেকে গ্যাস নির্গত হয়ে ঘটে থাকতে পারে এই বিস্ফোরণ।’

Leave A Reply

Your email address will not be published.