পদত্যাগ করছে লেবানন সরকার

279

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও আন্দোলনের মুখে পদত্যাগ করতে যাচ্ছে লেবানন সরকার। রবিবার লেবাননের তথ্য ও পরিবেশমন্ত্রীসহ সরকারদলীয় কয়েকজনের পদত্যাগের পর সোমবার পদত্যাগ করেছেন আইনমন্ত্রী। অর্থমন্ত্রীও পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াবও সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে ভাষণে সরকারের পদত্যাগ ঘোষণা করতে পারেন বলে জানা গেছে। খবর রয়টার্সের।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী হাসান দিয়াব নেতৃত্বাধীন সরকার শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুরো সরকারের পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন হাসান দিয়াব।’

ইরান সমর্থিত শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিত্রদের সমর্থন নিয়ে গত জানুয়ারিতে লেবাননের মন্ত্রিসভা গঠন করা হয়।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট মঙ্গলবার একটি গুদামে বিস্ফোরণে প্রায় ২০০ মানুষের মৃত্যু এবং ছয় হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর লেবানন সরকারকে ব্যর্থতার দায় দিয়ে তাদের পতনের ডাকে আন্দোলনে নামেন লেবাননবাসী। তুমুল বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনীর হামলায় রণক্ষেত্র রাজধানী। এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রায় তিন হাজার মানুষকে।

Leave A Reply

Your email address will not be published.