চ্যাম্পিয়নস লিগ শেষ আটের পূর্ণাঙ্গ সূচি

246

স্পোর্টস ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো ফরম্যাট পরিবর্তন করে বিশ্বকাপের আদলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

ইউরোপে সবচেয়ে কম সংক্রমিত এলাকা পর্তুগালের লিসবনে মাত্র ১২ দিনেই চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ করতে চায় উয়েফা।

দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের চারটি ম্যাচ এখনও বাকি। তবু করোনাকালের পূর্বপ্রস্তুতি হিসেবে এখনই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের ড্র ও সূচি তৈরি করে রেখেছেন আয়োজকরা।

শনিবার (৮ আগস্ট) রাতে পুরোপুরিভাবে চূড়ান্ত হয়ে গেল কোয়ার্টারে কে কার মুখোমুখি হচ্ছে। এদিন মেসি-ম্যাজিকে ইতালীয় ক্লাব নাপোলিকে হারিয়েছে বার্সেলোনা। একই দিনে চেলসিকে উড়িয়ে দিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

অতএব সূচি অনুযায়ী, আগামী ১৪ আগস্ট লিসবনে বার্সেলোনার মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ ১২ আগস্ট। প্রথম দিনই নেইমারদের ক্লাব পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে ইতালিয়ান ক্লাব আটলান্টা। পর দিন (১৩ আগস্ট) জার্মান ক্লাব আরবি লেইপজিগের বিপক্ষে খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।

১৪ আগস্টকে মহারণ হিসাবেই ধরে রাখছেন ফুটবলপ্রেমীরা। এদিন বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়াই করবে বার্সেলোনা।

কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি মুখোমুখি হবে ফরাসি ক্লাব লিওঁর।

এর পর ১৮ আগস্টে হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ। এদিন লেইপজিগ ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিজয়ী দল এবং পিএসজি ও আটলান্টার মধ্যে বিজয়ী দলের মধ্যে চলবে লড়াই। ১৯ আগস্ট হবে দ্বিতীয় সেমিফাইনাল। এদিন মাঠে নামবে ম্যানসিটি-লিওঁর বিজয়ী দল এবং বার্সা-বায়ার্নের মধ্যে বিজয়ী দল।

এর তিন দিন পরেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ। অর্থাৎ ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

তারিখ টিম ভেন্যু

১২ আগস্ট আটলান্টা-পিএসজি এস্টাডিও ডা লুজ

১৩ আগস্ট লেইপজিগ-অ্যাটলেটিকো এস্টাডিও হোসে আলভ্যালাদ

১৪ আগস্ট বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ এস্টাডিও ডা লুজ

১৫ আগস্ট ম্যানসিটি-লিওঁ এস্টাডিও হোসে আলভ্যালাদ

তথ্যসূত্র: গোল ডট কম

Leave A Reply

Your email address will not be published.