ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান দলের অধিনায়ক আজহার আলী।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আজ বাংলাদেশ সময় বিকেল ৪.০০টায় শুরু হবে এই ম্যাচটি। যেখানে মুখোমুখি হবে এ দু’দল।
দু’দলের একাদশ:
পাকিস্তান: শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, আসাদ শফিক, মোহাম্মাদ রিজওয়ান, শাদাব খান, ইয়াসির শাহ, মোহাম্মাদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
ইংল্যান্ড: ররি বার্নস, ডম সিবলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ডম বেস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।