ঢাকায় নেওয়া হচ্ছে করোনায় আক্রান্ত সংরক্ষিত আসনের এমপি সালমাকে

261

ঢাকা: রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সকালে তাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

এমপির ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা ও বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তার বোন। এখন তিনিই করোনায় আক্রান্ত। বারবার অক্সিজেন কমে যাচ্ছে। তাই সকালে সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাচ্ছেন।

ঈদের দুদিন আগে তার নমুনা দেওয়া হয়। গতকাল রোববার তার পজিটিভ রিপোর্ট এসেছে, বলেন গোলাম মোস্তফা চৌধুরী রন্টু।

এ ব্যাপারে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, মহিলা এমপি রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ১ হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের, যোগ করেন রাজবাড়ীর সিভিল সার্জন।

Leave A Reply

Your email address will not be published.