ফের বর্ণবাদবিরোধী আন্দোলন উত্তাল যুক্তরাষ্ট্র

300

আন্তর্জাতিক ডেস্ক : চলমান মহামারী করোনা দুর্যোগের মধ্যেও যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার ফের উত্তাল হয়ে উঠে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন। ওয়াশিংটনের সিয়াটেল শহরে সবচেয়ে বড় এই বিক্ষোভ অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। খবর রয়টার্স এর।

জানা গেছে, সংঘর্ষের ঘটনায় ইস্ট প্রিসিঙ্কট থেকে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন বিক্ষোভকারীদের হামলায় ২১ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ছোড়া পাথর এবং বিস্ফোরক দ্রব্যে এসব কর্মকর্তারা আহত হন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে মারা যান জর্জ ফ্লয়েড। সেইদিনই প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করেছিলো পুলিশ। এই মৃত্যুকে ঘিরে করোনা মহামারীর মধ্যেও বর্ণবাদবিরোধী আন্দোলনে কেঁপে উঠে গোট যুক্তরাষ্ট্র। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

Leave A Reply

Your email address will not be published.