বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ
ঢাকা: মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের পিতা বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।