সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ আর নেই

263

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ ক্যন্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হাসপাতালে মারা যান।

দীর্ঘ ৭ বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত শাহজাহান সিরাজ বেশ কিছু দিন যাবৎ এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন শাহজাহান সিরাজ। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মধ্যদিয়ে শাহজাহান সিরাজ ছাত্র-রাজনীতিতে প্রবেশ করেন। সেই সময় তিনি টাঙ্গাইলের করটিয়া সাদত কলেজের ছাত্র ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.