আগস্টেই অনুশীলনে ফিরবেন টাইগাররা!

305

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে স্থগিত হয়ে আছে দেশের সব ধরনের ক্রিকেট। ফলে বন্ধ হয়ে আছে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনও। মূলত দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় ফিরবে ক্রিকেট।

তবে বেশ কয়েকদিন আগে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, ঈদের পরই শুরু হবে টাইগারদের অনুশীলন। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনুশীলনের কথা চিন্তা করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে ফিরতে পরে জাতীয় দলের অনুশীলন। সোমবার (১৩ জুলাই) সংবাদমাধ্যমে এই কথা জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জাতীয় দলের ৩৪ সদস্যের ক্রিকেটারের তালিকা এবং ২৬ জন হাই-পারফরম্যান্স ক্রিকেটারের তালিকাও প্রস্তুত করা আছে যাদের নিয়ে আগস্টের মাঝামাঝি সময়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হতে পারে।

নান্নু বলেন, আগস্টের দ্বিতীয় সপ্তাহের আগে অনুশীলন শুরুর সম্ভবনা নেই। তবে এক্ষেত্রে সরকারি আদেশের প্রয়োজন হবে। সরকার আদেশ না দিলে কি করে হবে? এমনিতে আমাদের প্রস্তুতি আছে। জাতীয় দলের ৩৪ জন ও হাই পারফরম্যান্স দলের ২৬ জনকে নিয়ে আমরা অনুশীলনের কথা ভাবছি। তিন ফরম্যাটের প্লেয়াররাই এখানে থাকবে।

Leave A Reply

Your email address will not be published.