লাজ ফার্মায় অনুমোদনহীন-ভেজাল ওষুধ, ২০ লাখ টাকা জরিমানা

250

ঢাকা: সরকারের অনুমোদনহীন ওষুধ ও ইনজেকশন লাগেজ পার্টির মাধ্যমে আমদানির অভিযোগে বিপণনকারী প্রতিষ্ঠান লাজ ফার্মার কাকরাইল শাখায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ, অননুমোদিত ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী মাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

অভিযান চলাকালীন পলাশ বসু জানান, লাজ ফার্মায় ৫০ প্রকারে বেশি অনুমোদনহীন ও ভেজাল ওষুধ পাওয়া গেছে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকার বেশি। তাদেরকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান এখনও চলছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, এটা অত্যন্ত বড় অন্যায়। এই অপরাধে আমরা লাজ ফার্মাকে জেল এবং অর্থদণ্ড দুটোই করবো।

র‍্যাব এবং ঔষধ প্রশাসন অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

Leave A Reply

Your email address will not be published.