গত ২৪ ঘন্টায় ৩০৯৯ জনের দেহে করোনা শনাক্ত, মোট ১৮৬,৮৯৪

228

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৯৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন।

সোমবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

জুন মাসের ১ তারিখ থেকে একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি থাকার পর ৪ জুলাই প্রথম ২৯ জনে নামে। এরপর আবার ৫ জুলাই করোনায় মৃত্যু হয় ৫৫ জনের। ৬ জুলাই বাংলাদেশে করোনায় মারা যায় ৪৪ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Leave A Reply

Your email address will not be published.