নায়িকা হওয়ার স্বপ্ন দেখা ডা. সাবরিনার ‘জিরো ফিগার’ ডায়াট প্লান (ভিডিও)

281

ঢাকা: করোনা রিপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরী জেকেজি হেলথকেয়ারের ইউটিউব চ্যানেলে দিয়েছেন অজস্র ভিডিও টিউটোরিয়াল। সেসব ভিডিওতে তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তার একটি ভিডিও’র শিরোনাম ‘জিরো ফিগার কি আসলেই জরুরি’।

‘জিরো ফিগার কি আসলেই জরুরি’ শিরোনামের একটি ভিডিওতে তিনি ডায়েট কন্ট্রোল নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। সেখানে তিনি ডায়েট কন্ট্রোল করতে গিয়ে কীভাবে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন সে কথাও বলেন।

সব কিছুই পরিমাণ মতো খেতে বলেছেন ডা. সাবরিনা। তবে খাশি বা গরুর মগজ কলিজা এগুলো খেতে মানা করেছেন। ডিমের ব্যাপারে বলেছেন, প্রতিদিন একটি করে খেতে। কম মিষ্টি যুক্ত ফল খেতে বলেছেন তিনি। তিনি এই ভিডিওতে আট গ্লাস পানি খেতে বলেছেন।

এছাড়াও বাচ্চাদের বাইরে খেলার সুযোগ করে দেয়ার আহ্বান জানান তিনি। কারণ বাচ্চারা ঘরে বসে থেকে মোটা হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, করোনার নমুনা পরীক্ষায় প্রতারণা মামলায় জেকেজি’র চেয়ারম্যান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বহিষ্কৃত ডা. সাবরিনা আরিফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সকালে তাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। একই সঙ্গে তার জামিন আবেদন খারিজ করে দেন আদালত।

Leave A Reply

Your email address will not be published.