এবার করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া ও তার মেয়ে

272

বিনোদন ডেস্ক : বচ্চন পরিবারে করোনা একেবারে জেঁকে বসেছে। প্রথমে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন এই মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার জানা গেলো, ঐশ্বররিয়া রাই বচ্চন এবং তার মেয়ে আরাধ্যও করোনা পজিটিভ।

১১ জুলাই, শনিবার রাতে অমিতাভ বচ্চন ও অভিষেকের করোনা পরীক্ষার রেজাল্ট আসে। রেজাল্ট পজিটিভ হওয়ায় তারা মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন। সেই খবর তারা দুজনই টুইট করে নিশ্চিত করেছেন।

অন্যদিকে গতকাল অব্দি করোনা নেগেটিভ ছিলেন ঐশ্বরিয়া ও আরাধ্য। তবে আজ তাদের নতুন পরীক্ষার রেজাল্টে পজিটিভ এসেছে। অর্থাৎ ঐশ্বরিয়া ও তার মেয়েও করোনায় আক্রান্ত। এখন কেবল জয়া বচ্চন রয়েছেন, যার দেহে এখনো করোনা শনাক্ত হয়নি।

এদিকে বচ্চন পরিবারে করোনাভাইরাসের এই পরিস্থিতি শুনে চিন্তিত ভক্তরা। সবাই তাদের জন্য আশীর্বাদ করছেন। ভারতের স্বাস্থ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তাদের সুস্থতা কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.