অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত

277

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের করোনায় আক্রান্তের খবরে যখন সবাই বিষাদগ্রস্থ, তখন জানা গেলো তার পুত্র অভিনেতা অভিষেক বচ্চনও করোনাভাইরাসে আক্রান্ত!

১১ জুলাই, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিষেক বচ্চন টুইট করে তার করোনা আক্রান্তের খবর দেন। তিনি লেখেন, আজ (শনিবার) বাবা ও আমি দুজনেই কোভিড ১৯-এর পজেটিভ ফলাফল পেয়েছি। আমাদের পরিবার ও কর্মচারীরা সকলেই কোভিড পরীক্ষা দিয়েছেন। আমি সকলকে অনুরোধ করছি, যেন আমাদের নিয়ে আপনারা আতঙ্কিত না হন। ধন্যবাদ।

এদিকে করোনা পজিটিভ হওয়ার পর অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন দুজনেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

অন্যদিকে তাদের পরিবারের অন্য সদস্য তথা জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যরও করোনা টেস্ট করানো হয়েছে। তবে তাদের ফলাফল নেগেটিভ এসেছে। অবশ্য তাদের পুনরায় টেস্ট করানো হবে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.