লন্ডনে সফল অস্ত্রোপচারের পর সুস্থ আছেন বিসিবি সভাপতি
স্পোর্টস ডেস্ক: লন্ডনে বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের দেহে সফল অস্ত্রোপচার হয়েছে।
বোর্ডের মিডিয়া ও কম্যুনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পাপন এখন যথেষ্ঠ সুস্থতা অনুভব করছেন।
দীর্ঘদিন ধরেই প্রোস্টেট সমস্যায় ভুগছেন পাপন। এ জন্য এর আগে দেশে এবং দেশের বাইরে চিকিৎসাও করিয়েছেন।
সর্বশেষ লন্ডনে চিকিৎসার জন্য গত ২১ জুন ঢাকা ছাড়েন বিসিবি প্রধান। সেখানে গিয়ে অস্ত্রোপচার করানোর আগে নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে কাটাতে হয়েছে বিসিবি প্রধানকে।