দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফাউচির সাথে ট্রাম্পের দ্বিমত

216

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফাউচির সঙ্গে দ্বিমত পোষণ করছেন। যুক্তরাষ্ট্রের সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি সোমবার বলেছিলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতি সত্যিকার অর্থেই ভালো নয়।

ট্রাম্প মঙ্গলবার এক টিভি সাক্ষাতকারে বলেছেন, আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি। আমি তার সাথে দ্বিমত পোষণ করছি।

ট্রাম্প বলেন, ড. ফাউচি বলেছিলেন মাস্ক না পরতে। এখন তিনি বলছেন মাস্ক পরতে। এই বিশেষজ্ঞ অনেক কিছুই বলছেন যা ট্রাম্পের মতে, সদুপদেশ নয়।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমরা অনেক ভালো করেছি। আমি মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা একটি ভালো অবস্থানে যেতে পারবো।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মহামারি করোনায় এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজারেরও বেশি লোক মারা গেছে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এখন বিধিনিষেধ শিথিল করায় দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে করোনার সংক্রমণ বেড়েই চলেছে।

সংক্রমণ বাড়ার বিষয়টি ট্রাম্প গুরুত্বহীনভাবে দেখছেন। তিনি করোনা রোগী বেড়ে যাওয়ার জন্যে পরীক্ষা বাড়িয়ে দেয়াকে দায়ী করছেন। সূত্র: বাসস

Leave A Reply

Your email address will not be published.