ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করেছে ইসিবি
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের সূচি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে দু’দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ।
এই সিরিজের একদিন আগে অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করবে ইংল্যান্ড। যেখানে সাউদাম্পটনে ৩০ জুলাই, আগস্টের ১ ও ৪ তারিখ যথাক্রমে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান নিজেদের প্রথম টেস্ট খেলবে ওল্ড ট্রাফোর্ডে। তবে ১৩ ও ২১ আগস্ট পরের দুটি টেস্ট সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজের পর দু’দল তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো ওল্ড ট্রাফোর্ডে ২৮, ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে।
প্রসঙ্গত, সিরিজ খেলতে গেল ২৮ জুন ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান। সফরে গিয়ে দলের সবাই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকছেন। তারা বর্তমানে ওরচেস্টারে আছে। তবে প্রথম টেস্টের প্রস্তুতির জন্য ১৩ জুলাই ডার্বিশায়ারে চলে যাবে সফরকারীরা।