গত ২৪ ঘন্টায় ৩২৮৮ জনের দেহে করোনা শনাক্ত, মোট ১৫৯,৬৭৯

336

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৯ জন।

এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ১ হাজার ৯৯৭ জনের।

মারা যাওয়া ২৯ জনের মধ্যে ২১ জন পুরুষ আর ৮ জন নারী। যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, রাজশাহী বিভাগের ৭ জন এবং চট্টগ্রাম বিভাগের ৪ জন। বাকিরা অন্য বিভাগের। ২৯ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে মারা গেছেন ১ জন এবং হাসপাতালে আনার পথে মারা গেছেন ৩ জন।

শনিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭২৭ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২২.৩৩ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৪ জন করোনা রোগী। এ নিয়ে মোট ৭০ হাজার ৭২১ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি থাকার পর আজকেই প্রথম ২৯ জনে নামলো।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Leave A Reply

Your email address will not be published.