ডা. জাফরুল্লাহ’র প্রস্তাবে সম্মতি জানালেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. আব্দুল্লাহ

244

ঢাকা: করোনা ভাইরাস সং’ক্রমণ থেকে সেরে উঠে নিউমোনিয়ায় আক্রা’ন্ত হয়ে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (০৩ জুলাই) দুপুরে দ্বিতীয়বারের মতো তাকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।

এতে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আব্দুল্লাহ দীর্ঘসময় একে অপরের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেন। ডা. আব্দুল্লাহ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী ডা. আব্দুল্লাহকে গণস্বাস্থের চিকিৎসা গবেষণা উইংয়ের মূল দায়িত্ব নিয়ে কাজ করার প্রস্তাব করেন। ডা. আব্দুল্লাহ এই প্রস্তাবে সঙ্গে সম্মতি জ্ঞাপন করেন। গণস্বাস্থ্যের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ ও আরবান পরিচালক অধ্যাপক ডা. শওকত আরামানও এসময় উপস্থিত ছিলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজ এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

Leave A Reply

Your email address will not be published.