মার্কিন এফ-১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

274

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বিমান বাহিনীর একটি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। দেশটির সাউথ ক্যারোলিনা রাজ্যে প্রশিক্ষণ চলাকালে মঙ্গলবার (৩০ জুন) বিমানটি বিধ্বস্ত হয়। বুধবার (১ জুলাই) মার্কিন দপ্তর পেন্টাগন এ তথ্য জানায়।

পেন্টগন এক বিবৃতিতে জানিয়েছে, সাউথ ক্যারোলিনার চার্লেস্টোনের প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে শাউ এয়ার ফোর্স ঘাটিতে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির প্রতিরক্ষ দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, পাইলট প্রশিক্ষণ মিশন চলার সময় এ বিমান বিধ্বস্ত হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি প্রতিরক্ষ দপ্তর। এ নিয়ে দুই মাসেরও কম সময়ের মধ্যে মার্কিন বিমানবাহিনীর চতুর্থ মারাত্মক দুর্ঘটনা। যা ‍যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল ঘটনা।

Leave A Reply

Your email address will not be published.