ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়াতে দৌড়ঝাঁপ করছে সৌদি

281

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দৌড়ঝাঁপ শুরু করেছে সৌদি আরব। বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল-মৌয়ালিমি।

বৃহস্পতিবার (২ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। এ নিষেধাজ্ঞা ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাস্তবায়নের বিষয়ে সহায়তা করেছিল।

আবদুল্লাহ আল-মৌয়ালিমি বলেন, সতর্কতার জন্য তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানো উচিত। ইরানের কার্যকলাপের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের নূন্যতম প্রতিক্রিয়া প্রত্যাশা করতে পারি।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ের পর সৌদির প্রতিনিধির এমন মন্তব্য এলো।

Leave A Reply

Your email address will not be published.