রোটারি ক্লাবের অ্যাওয়ার্ড পেলেন মিজান রহমান
যুক্তরাষ্ট্র প্রতিনিধি : কমিউনিটি সার্ভিসে সাফল্যের স্বীকৃতি পেলেন মিজান রহমান। গত শনিবার হিক্সভিলে সাউথ রোটারি ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরষ্কার বিতরণ করেন নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ লোরা কিউরেন।
বাংলাদেশি আমেরিকান মিজান রহমান ছিলেন বিদায়ী কমিটির মিডিয়া চেয়ারম্যান। অনুষ্ঠানটি হয়েছে লং আইল্যান্ডে নাসাউ কাউন্টি মিউজিয়াম অব আর্টে ইস্ট লোন এ্যান্ড গজেবো মিলনায়তনে। বিদায়ী প্রেসিডেন্টের স্বাগত বক্তব্যের পর সকলকে অভিনন্দন জানান নয়া কমিটির প্রেসিডেন্ট নিলিমা মদন। অতিথি হিসেবে আরো ছিলেন স্টেট সিনেটর জন ল্যু।
উল্লেখ্য, নতুন কমিটির সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মিজান রহমান। একইসাথে তিনি রোটারি ইন্টারন্যাশনালের পোল হ্যারিস ফেলোশীপ পেয়েছেন শশী মালিক, রেখা গুপ্ত এবং অঞ্জু শর্মার সাথে।