নিউইয়র্কে শহীদ জননীকে গভীর শ্রদ্ধায় স্মরণ

242

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে শহীদ জননী জাহানারা ইমামের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হযেছে। এতে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সামরিক শাসক আর যুদ্ধাপরাধীদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ যখন অন্ধকারে নিমজ্জিত ঠিক সেই সময় আলোর দিশারির ভূমিকা পালন করেছেন এই মহীয়সী নারী।

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার ও মুক্তিযুদ্ধের চেতনার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

২৭ জুন এ আলোচনা সভার আয়োজন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার। সংগঠনের সভাপতি শহীদ সন্তান ফাহিম রেজা নূর-এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় এ সভায় জাহানারা ইমামের জীবনের শেষ লগ্নে তার পাশেই থাকা নির্মূল কমিটির উপদেষ্টামন্ডলীর সভাপতি মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী নিজের লেখা বই ‘জাহানারা ইমামের শেষ দিনগুলি’ থেকে শহীদ জননীর স্মৃতিচারণ করেন।

এছাড়াও আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নিনি ওয়াহেদ, সংগঠনের আরেক উপদেষ্টা শহীদ সন্তান কবি হাসান আল আবদুল্লাহ, নির্মূল কমিটি সুইজারল্যান্ডের সভাপতি খলিলুর রহমান, বোস্টন থেকে নির্মূল কমিটি নিউ ইংল্যান্ড শাখার সভাপতি মাহফুজুর রহমান,  নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, কণ্ঠশিল্পী তাহমিনা শহীদ, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য কণ্ঠযোদ্ধা শহীদ হাসান এবং সাংবাদিক শীতাংশু গুহ,  সহসভাপতি অধ্যাপিকা নাজনীন সিমন, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা নিপা প্রমুখ। 

Leave A Reply

Your email address will not be published.