পিএসজি চ্যাম্পিয়ন হলে ব্যালন ডি’অর নেইমারের প্রাপ্য : কাকা

262

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাকার মতে, পিএসজি এবার চ্যাম্পিয়নস লিগ জিতলেই ব্যালন ডি’অর উঠবে নেইমারের হাতে।

চলতি বছরের ব্যালন ডি’অর কে জিতবে এমন প্রশ্নের জবাবে ২০০৭ সালে ব্যালন ডি’অরজয়ী কাকা ‘গ্লোবো এস্পোর্তে’কে বলেন, আমি বিশ্বাস করি বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার। তবে সে পুরস্কার জিতবে কিনা তা তার দলীয় অর্জনের ওপর নির্ভর করে। এখন লিসবনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালগুলো দেখা যাক। নেইমার যদি নায়ক হতে পারে আর পিএসজি যদি চ্যাম্পিয়ন হয়, তবে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়াটা নেইমারের প্রাপ্য।

করোনা মহামারির শুরুর পর গত মার্চ থেকে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি পিএসজি। তবে গত এপ্রিলে লিগ ওয়ানের এবারের মৌসুম শেষ করে দেওয়ায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ফরাসি জায়ান্টদের।

তবে লিগ ওয়ান শেষ হলেও চ্যাম্পিয়নস লিগের খেলা এখনও বাকি আছে। আগস্টে শুরু হবে পরবর্তী ইউরোপ সেরার পরবর্তী লড়াই। সেই উপলক্ষে এরইমধ্যে বৃহস্পতিবার (২৫ জুন) থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন নেইমার-এমবাপ্পেরা।

আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়নস নিগের শেষ আটের ম্যাচগুলো সব পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হবে। সেখানে ১২ দিন স্থায়ী হবে এক লেগভিত্তিক নকআউট পর্ব।

প্রসঙ্গত, করোনার আগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শেষ ষোলোর দুই লেগেই গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

Leave A Reply

Your email address will not be published.