মেসির জন্মদিন পালন করে ১৫ বাংলাদেশির শাস্তি

267

স্পোর্টস ডেস্ক: ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন পালন করতে গিয়ে জরিমানা গুনতে হলো বাংলাদেশের চুয়াডাঙ্গার একদল ভক্তকে। বুধবার ছিলো আর্জেন্টাইন এই ফুটবলারের জন্মদিন। আর এদিন সন্ধ্যে বেলাতেই দামুড়হুদার একদল কিশোর-তরুণ একটি কফি হাউজে জড়ো হয়েছিলেন মেসির জন্মদিন পালনের জন্য।

সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না তাদের মধ্যে। তাদের মেন্যুতেও ছিলো নানাবিধ খাবার। কিন্তু ঘটনাচক্রে তারা পড়ে যান একটি টহলদলের নজরে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সেই টহল দলটি ঘুরে ঘুরে দেখছিলো এলাকাবাসী সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছে কী না।

সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভঙ্গের দায়ে ১৫ জন কিশোর-তরুণের এই দলটির প্রত্যেকের কাছ থেকে আদায় করা হয়ে ১০০ টাকা করে জরিমানা। আর যে কফিহাউজে ছিলো এই আয়োজন, সেটিকে দেয়া হয় ছয় হাজার টাকা জরিমানা দণ্ড।

চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন বলেন, ‘আমরা একটি কফি হাউজের সামনে গিয়ে দেখি ১০-১৫ জন বসে আছেন। জিজ্ঞেস করলাম কী ব্যাপার? জবাবে তারা বলে, মেসির জন্মদিনের জন্য বসছিলাম। চা-কফি, চিকেন ফ্রাই এসব খাবার আইটেমও ছিল।’

তিনি আরো বলেন, ‘একে তো রাতের বেলায় দোকান খোলা, তার ওপর তারা একেবারেই গায়ের সাথে গা লাগিয়ে বসেছিল। ১৫ জন গায়ের সাথে গা লাগিয়ে বসলে সামাজিক দূরত্ব কী থাকে?’

এরা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। তাই তাদের জরিমানার অংক খুব একটা বেশি ধরা হয়নি বলে জানান ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, ‘যেহেতু ছাত্র আর বাবা-মা ততটা সচ্ছল না। তো আমরা উপদেশ দিয়ে ১০০ টাকা করে নেই জনপ্রতি। মোট টাকা নেই ১৫০০। আর যার দোকান তার থেকে নেই ৬ হাজার টাকা জরিমানা হিসেবে।’

উল্লেখ করা যেতে পারে, আইইডিসিআরের হিসেব অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় এখন পর্যন্ত ১৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.