ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন

367

নিজেদের অজান্তেই গোপন নজরদারির শিকার ক্রোম ব্রাউজারের ভুয়া এক্সটেনশন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের দ্রুত সার্চ সেবা দেওয়ার প্রলোভনে এ ধরনের ১১১টি ভুয়া বা সন্দেহজনক এক্সটেনশনের সন্ধান পেয়েছে ‘অ্যাওয়াক সিকিউরিটি’। 

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটির দাবি, ভুয়া এক্সটেনশনগুলো ব্যবহারকারীর ডিভাইস থেকে গোপনে স্ক্রিনশট, লগইন তথ্য ও পাসওয়ার্ড সংগ্রহ করে। এরই মধ্যে তিন কোটি ২০ লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে এক্সটেনশনগুলো। 

সূত্র : ইন্টারনেট

Leave A Reply

Your email address will not be published.