করোনাকালে অর্থনৈতিক সংকট কাটাতে ভ্যাট ছাড় দেবে যুক্তরাজ্য

311

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড় দেবে যুক্তরাজ্য। ইতোমধ্যেই এ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে সানডে টাইমস জানিয়েছে, আগামী জুলাই মাসের শুরুতেই এ ভ্যাটছাড়ের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ অর্থমন্ত্রী।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, হেডলাইন রেট কমানো, নির্দিষ্ট সময়ের জন্য শূন্য রেটিংয়ের পণ্য বাড়ানোসহ সেলস ট্যক্স কমানোর পরিকল্পনা করছেন রিশি সুনাক।

তিনি আগেই জানিয়েছিলেন, ভ্যাটছাড়ের বিষয়টি তার পরিকল্পনার মধ্যে রয়েছে। তবে এটি কার্যকর করলে কত দ্রুত ক্রেতারা ব্যয়ের হার বাড়াতে পারেন সেটি বিবেচনা করা হচ্ছে।

এর আগে, ২০০৮ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ও ভ্যাটে ছাড় দিয়েছিল যুক্তরাজ্য। আগামী ১ জুলাই থেকে ছয় মাসের জন্য একই ছাড় দিতে যাচ্ছে জার্মানিও।

সূত্র: রয়টার্স

Leave A Reply

Your email address will not be published.