ইংল্যান্ডে একটি পার্কে যুবকের ছুরিকাঘাতে নিহত ৩

261

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডের রিডিং শহরে ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে একটি পার্কে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বর্তমানে ঘটনাস্থলে কাউন্টার টেররিজম কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।

নিরাপত্তাকর্মীরা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, গ্রেফতার যুবক লিবিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

হামলার ঘটনায় আহত একাধিক ব্যক্তির বর্তমানে চিকিৎসা চলছে বলে জানিয়েছে দেশটির সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, লোকটি ভিড়ের মধ্যে সামনে যাকে পাচ্ছিলেন তাকেই ছুরিকাঘাত করছিলেন।

হামলার ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.