এবার যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল করোনায় আক্রান্ত
ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। বর্তমানে তিনি এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নুরুল ইসলাম বাবুল নিজেই বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে তার করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। জানা গেছে, রোববার অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার তার করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগে দুবার তার করোনা টেস্ট করা হয়েছিল। তবে দুবারই ফলাফল নেগেটিভ এসেছিল। জানা গেছে, শুধু তিনি নন তার এক মেয়ে ও মেয়ের স্বামীও অসুস্থ। তবে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাসার কয়েকজন কর্মী অসুস্থ হওয়ায় তাদের ছুটিতে পাঠানো হয়েছে।