গত ২৪ ঘন্টায় ৩৮০৩ জনের দেহে করোনা শনাক্ত, মোট ১০২,২৯২

258

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৮০৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন।

এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ২৯২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ১ হাজার ৩৪৩ জনের।

মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ আর ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রামের ১৮ জন এবং খুলনার ২ জন। বাকিরা অন্য বিভাগের।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৫ জন করোনা রোগী। এ নিয়ে মোট ৪০ হাজার ১৬৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি।

Leave A Reply

Your email address will not be published.