টেস্ট ক্রিকেটকে আয়ের উৎস মনে করা ঠিক না : সাঙ্গাকারা

242

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, যেটা থেকে লাভের চিন্তা করাটাই ঠিক না। বরং ক্রিকেটের স্বার্থে উল্টো এখানে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেটের ইউটিউব চ্যানেলে ইংলিশ কিংবদন্তি মাইক আথারটনের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের মত জানান মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট সাঙ্গাকারা।

সাবেক এই বাঁহাতি লঙ্কান ব্যাটসম্যান বলেন, যদি আপনি টেস্ট ক্রিকেটকে নিশ্চিত আয়ের উৎস ভাবতে চান, তবে তো হবে না। একে অর্থনৈতিকভাবে চিন্তা করা ঠিক না।

সাঙ্গা বলেন, যদি আপনি টেস্ট ক্রিকেটকে আমেরিকান কিংবা এমন কারও কাছে বিপনন করার চেষ্টা করেন, যারা কিনা খেলাটার সঙ্গে যুক্তই নয়। তবে তো এর কোনও মানে হয় না। টেস্ট ক্রিকেট নিয়ে তাদের ধারণা বদলানোর চেষ্টা না করে, আমরা টেস্টকে কিভাবে দেখি সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। সবাই তো অ্যাশেজের মতো গ্যালারিভর্তি দর্শকের সিরিজ পাবে না।

এমসিসি প্রেসিডেন্ট মনে করেন, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে নতুন নতুন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে। তার ভাষায়, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা যায়, সেটা নিয়ে কথা বলুন। অবশ্য আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে কী বলবেন। বাংলাদেশ যদিও এখন উন্নতির পথে আছে, তবে সেটাও শুধু সীমিত ওভারের ক্রিকেটে। তাহলে আমাদের কি করা উচিত? আমরা কি এই ব্যাপারটা ভুলে থাকব? দুই স্তরের টেস্ট ক্রিকেট, টেস্ট চ্যাম্পিয়নশিপ, যা দরকার হয় তাই করতে হবে। তবে এগুলো কাজ না করলেও এটাকে বাঁচিয়ে রাখতে হবে। প্রয়োজনে টাকা খরচ করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.