ফুটবল ফিরেছে, আমি আবারও প্রস্তুত এই উপহারের জন্য : মেসি

251

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে আবারও মাঠে ফিরতে শুরু করেছে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলো। গেল মাসের ১৬ তারিখ থেকে ফিরেছে জার্মান লিগ বুন্দেসলিগা।

এদিকে স্প্যানিশ লা লিগা পুনরায় মাঠে গড়িয়েছে গত বৃহস্পতিবার (১১ জুন)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ জুন থেকে শুরু হয়ে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ২০ জুন থেকে শুরু হবে ইতালিয়ান সিরি’আ।

লিওনেল মেসি বলেছেন, আবারও ফুটবলে ফিরতে পারাটা এক ধরনের উপহার। করোনাকালে ফুটবলহীন সময়টাতে বিষয়টি অনুধাবন করেছেন বলে জানান বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক।

দীর্ঘ বিরতির পর আজ শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। এর আগে খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের এক ভিডিওতে মেসি বলেন, খেলা থেকে দূরে থাকাটা আমার মধ্যে এই ভাবনার জন্ম দিয়েছে। অন্য যে কোনও খেলোয়াড়ের মতো আমিও অনুভব করি। আমি কেবল খেলতে চাই। খেলতে পারা একটি উপহার। অনেকের সমর্থন পাওয়া, এমনকি আরও বেশি কিছু।

দীর্ঘ ৩ মাস পর আবারও ফুটবলে ফিরতে প্রস্তুত জানিয়ে মেসি বলেন, অন্যকে অনুপ্রাণিত করতে পারা, নিজে অনুপ্রাণিত হওয়া এবং সম্ভবত সবচেয়ে সেরা উপহার অন্যদের আনন্দ দেওয়া। ফুটবল ফিরেছে, আমি আবারও প্রস্তুত এই উপহারের জন্য।

প্রসঙ্গত, করোনায় খেলা বন্ধ হওয়ার আগে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। চলতি লা লিগার মৌসুমে ২২ ম্যাচ খেলে ১৯ গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসি।

Leave A Reply

Your email address will not be published.