আয় কমে যাচ্ছে ইংলিশ ক্লাবগুলোর, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন পাউন্ড

219

স্পোর্টস ডেস্ক: গেল ২০১৮-১৯ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ ২০ ফুটবল ক্লাবের সব মিলিয়ে আয় ছিল ৫ বিলিয়ন পাউন্ডের ওপর। এর আগে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এত আয় আগে কখনও করতে পারেনি। কিন্তু করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুমে তেমনটা আর হচ্ছে না।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আয় এবার কমে যাবে অন্তত এক বিলিয়ন পাউন্ড। কেননা গেল মার্চ থেকে স্থগিত হয়ে আছে চলতি মৌসুমের খেলা। আর ইংলিশ লিগের বাকি থাকা ৯২টি ম্যাচ হবে দর্শকহীন স্টেডিয়ামে। ফিন্যান্সিয়াল সার্ভিস ফার্ম ডিলয়েট এমনটাই জানিয়েছে।

ব্রডকাস্টারদেরকে অর্থ ফেরত দিতে হচ্ছে। হচ্ছে না ম্যাচডে আয়। ফলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর স্থায়ীভাবে ক্ষতি হচ্ছে ৫০০ মিলিয়ন পাউন্ড।

এদিকে গত মাসে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, করোনার কারণে ইতোমধ্যে ২৮ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে তাদের। তাদের ধারণা, ক্ষতির পরিমাণটা আরও বাড়বে।

Leave A Reply

Your email address will not be published.