রাজধানী ঢাকায় ২১ হাজারেরও বেশি করোনা রোগী, মিরপুরেই ৮৬৪
ঢাকা: বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৪০ জন। শুধু মিরপুরেই ৮০০ ছাড়িয়েছে করোনা রোগীর সংখ্যা।
মিরপুর এলাকায় শনাক্ত হয়েছে মোট ৮৬৪ জন করোনা রোগী। উত্তরায় ৫৫৬জন। মোহাম্মদপুরে সাড়ে চারশোর বেশি আর মহাখালিতে প্রায় ৫শ’। মুগদায় ৪৫২ জন করোনা রোগী আছে। কাকরাইলে ৩০২ জন, রামপুরায় ২৪৭ জন, মগবাজারে ২৮১জন এবং ধানমন্ডিতে ৩৭৭ জন করোনা রোগী পাওয়া গেছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।