এ বছর ইউএস ওপেন আয়োজনে কোনও সম্ভাবনাই দেখছেন না নাদাল

255

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে ফুটবল ও ক্রিকেটের মতো বন্ধ হয়ে আছে টেনিস টুর্নামেন্টও। যার ফলে বছরের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম আসর ইউএস ওপেনের আশাও ছেড়ে দিয়েছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল।

বৃহস্পতিবার (৪ জুন) অনলাইনে স্পেনের একটি সংবাদ মাধ্যমকে নাদাল বলেন, যদি আমাকে প্রশ্ন করা হয়, ইউএস ওপেন হবার সম্ভাবনা কতটুকু? তাহলে আমি বলব, কোনও সম্ভাবনাই দেখছি না।

আগামী ৩১ আগস্ট থেকে নিউ ইয়র্কে ইউএস ওপেন শুরুর সুচি রয়েছে। এখনও দুই মাসের বেশি সময় বাকি। কিন্তু নিউ ইয়র্কের করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক না। আগামী দুই মাসে ঠিক হবে কি-না, সে ব্যপারেও কেও নিশ্চিত নয়।

আর এ নিয়ে নাদাল বলেন, হয়তো দুই মাসে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। কিন্তু কোনও নিশ্চয়তা নেই। দেখতে হবে ভাইরাসের সংক্রমণ কতটা আটকানো সম্ভব হয়েছে। নিউ ইয়র্কের পরিস্থিতি কেমন থাকে দুই মাস পর, সেটাও বড় বিষয়। কিন্তু আমি কোনও আশা দেখছি না।

পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে না আসলে নিউ ইয়র্কে টেনিসের টুর্নামেন্ট আয়োজন করা উচিত হবে না বলে জানান নাদাল।

তিনি বলেন, টেনিস শুরু হলেও দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস থেকে সুরক্ষার নিশ্চয়তা এবং সবার জন্য বিমান যোগাযোগ। স্বাস্থ্যের দিক থেকে পুরোপুরি সুরক্ষিত থাকার মতো পরিস্থিতি তৈরি না হলে সেখানে টেনিস আবার শুরু করা যাবে না। তার সঙ্গে প্রত্যেক দেশ থেকে খেলোয়াড়রা যাতে সুরক্ষিত ভাবে প্রতিযোগিতায় আসতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Leave A Reply

Your email address will not be published.