‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত পরিচালক বাসু চ্যাটার্জী আর নেই

288

কিংবদন্তী পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ে মৃত্যু হয় তাঁর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। আজ দুপুর ২টায় মুম্বাইয়ের সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বাসু চ্যাটার্জী বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত তার ‘হঠাৎ বৃষ্টি’ ছবির জন্য। এ ছবি দিয়েই চলচ্চিত্র জগতে ব্যাপক জনপ্রিয়তা পান বাংলাদেশি অভিনেতা ফেরদৌস। ১৯৯৮ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটির একাধিক গান এখনো মানুষের মুখে মুখে ফিরে।বাসু চ্যাটার্জী পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হল ‘সারা আকাশ’, ‘পিয়া কে ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘চক্রব্যুহ’, ‘বাতো বাতো মে’, ‘জিনা ইহা’, ‘আপনে পেয়ারে’। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘রজনি’  তিনিই পরিচালনা করেছিলেন।

Leave A Reply

Your email address will not be published.