এই বছরই অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ ওপেন, আশাবাদী আয়োজকরা

303

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। তবে এরই মধ্যে ইউরোপিয়ান শীর্ষ পাঁচ ফুটবল লিগের জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগা মাঠে ফিরেছে। ক্রিকেট ফিরবে জুলাইয়ে, সেই সঙ্গে আলোচনা চলছে কোর্টে টেনিস ফেরানোরও।

নির্ধারিত সূচিতে এর আগে কোনও টেনিস টুর্নামেন্টই কোর্টে গড়ায়নি। তবে ফ্রেঞ্চ ওপেন এই বছরেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদী আয়োজকরা। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন সভাপতি বার্নার্দ গিউদিচেল্লিই নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম রোলাঁ গারোর ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৪ মে থেকে। তবে করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয় ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

সম্প্রতি করোনার মধ্যে টুইটারে এক আলোচনায় বসেছিলেন টেনিস র‍্যাংকিংয়ের ৯ নম্বর তারকা মনফিলস এবং গিউদিচেল্লি। সেখানে ফ্রেঞ্চ টেনিসের প্রধান কর্মকর্তা নিশ্চিত করে বলেন, হ্যাঁ, আমি তোমাকে (মনফিলস) নিশ্চয়তা দিতে পারি, রোলাঁ গারোর ইভেন্ট ঠিকই অনুষ্ঠিত হবে।

কেবল টুর্নামেন্ট আয়োজন করার কথায় বলেননি গিউদিচেল্লি, সেই সঙ্গে দর্শকপূর্ণ মাঠ নিয়েই ফ্রেঞ্চ ওপেন আয়োজনের কথাও ব্যক্ত করেছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.