যুক্তরাষ্ট্রে বিক্ষোভে গোলাগুলিতে তরুণীসহ দু’জনের মৃত্যু

216

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লোয়া রাজ্যে বিক্ষোভের সময় গোলাগুলিতে ২২ বছর বয়সী এক তরুণীসহ দু’জন নিহত হয়েছে। ডাভেনপোর্ট এলাকায় একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

পুলিশ বলছে, অন্তত ২০টি স্থানে গোলাগুলি ও কয়েক ডজন জায়গায় ঝামেলার খবর পাওয়া গেছে। ডাভেনপোর্ট মেয়র মাইক ম্যাটসন বলেছেন, অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছে। তার মধ্যে দু’জনই মারা গেছে। আর অন্য দু’জন চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা।

তিনি আরো বলেন, এ ধরনের কাজের ইন্ধনদাতাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিহত তরুণী ইতালিয়া মেরি কেলির ফুফু নিউইয়র্ক পোস্টকে জানান, বন্ধুদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিল সে। তবে পেছন থেকে তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে।

তার ফুফু অ্যামি হেলে বলেন, ইতালিয়া সবসময় হাসিখুশি ছিল। সবসময় তার মুখে হাসি লেগেই থাকতো।

পুলিশ বলছে, নর্থ পার্ক শপিংমলে আগুন ধরিয়ে দেওয়ার আগে বহু মানুষের ভিড় ছিল। পরে সেখানের গুলির শব্দ শোনা যায়।

সূত্র : নাইন নিউজ

Leave A Reply

Your email address will not be published.