লকডাউনে মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে : মেজাজ হারিয়ে ধোনির স্ত্রী

333

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। বিশ্বকাপের পর স্বেচ্ছা ছুটি নিয়েছিলেন। সেই ছুটি শেষেও তাকে আর দলে ডাকা হয়নি। আর কখনো জাতীয় দলের জার্সি তার গায়ে জড়ানো হবে কি-না এনিয়ে রয়েছে অনেক আলোচনা।

বলতে গেলে গত এক বছরে ভারতী ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয় এটি। এর মাঝেই গত বুধবার আরও একবার সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, লকডাউনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ধোনি।

যা দেখে রীতিমতো মেজাজ হারিয়েছেন ধোনি পত্নী সাক্ষী সিং ধোনি। টুইটারে কড়াভাবে লিখেন, ‘এটা গুজব ছাড়া আর কিছু নয়। বুঝতে পারছি লকডাউনে মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে।’

সাক্ষীর টুইটের এই ভাষা আবার পছন্দ হয়নি নেটিজেনদের। তারা ‘মানসিক বিকৃতি’ শব্দটি ব্যবহারের জন্য তাকে পালটা তোপ দাগেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সাক্ষীর সেই টুইট। পরে অবশ্য নিজের টুইটটি ডিলিট করে দেন সাক্ষী।

জাতীয় দলের জার্সিতে ৬ মাস না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকেও এরই মধ্যে বাদ পড়েছেন ধোনি। নির্বাচকেরা একাধিকবার দল নিয়ে ভবিষ্যতের ভাবনার কথা বললেও ধোনি জাতীয় দলে ফিরতে চান। আইপিএলে পারফর্ম করেই ফের দলে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি।

তবে করোনভাইরাসের কারণে আইপিএল স্থগিত হয়ে যায়। ধোনির এখন জাতীয় দলে ফেরা তাই কঠিনই মনে করেন অনেকে।

Leave A Reply

Your email address will not be published.