২০২১ ও ২২ সালে যত তারিখে শুরু হবে রোজা

338

ঢাকা: চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিনব্যাপী হতে পারে বলে জানিয়েছেন আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান।

আরবি ভাষার দৈনিক পত্রিকা ইমরাত আল ইয়ামের সঙ্গে আলাপকালে ইব্রাহিম বলেন, মে মাসের ২৪ তারিখ শনিবার পবিত্র রমজান মাস শেষ হতে পারে। এরপর শাওয়াল।’

শাওয়াল হলো আরবি চান্দ্র বছরের দশম মাস। এই মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর বা রমজানের ঈদ।

এই হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ মে বাংলাদেশে রোজার ঈদ হতে পারে, যা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

ইব্রাহিম আল জারওয়ান জানান, ২০২১ সালের রমজান শুরু হতে পারে ১৩ এপ্রিল। ২০২২ সালে হতে পারে ২ এপ্রিল।

Leave A Reply

Your email address will not be published.