শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

267

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ২০০৭ সালের ৭ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে নানা প্রতিকূলতার মধ্যেই দেশে ফিরে আসেন তিনি। বিশেষ দোয়া ও প্রার্থনার মধ্যে দিয়ে আজ দিবসটি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এক-এগারোখ্যাত রাজনৈতিক পরিস্থিতিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরতে তত্ত্বাবধায়ক সরকার এক অবৈধ নিষেধাজ্ঞা জারি করে। তাঁকে বাংলাদেশে প্রবেশ করতে না দিতে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা দেন।

৭ মে তিনি ঢাকায় ফিরে এলে লাখো জনতা তাঁকে সাদর অভ্যর্থনা জানায়। ঢাকা বিমানবন্দর থেকে মিছিল শোভাযাত্রা সহকারে তাঁকে ধানমণ্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসা হয়।

পরে ২০০৭ সালের ১৬ জুলাই তাঁকে গ্রেপ্তার করে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে রাখা হয়। প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন প্যারোলে মুক্তি পান শেখ হাসিনা। প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং চিকিৎসা শেষে ৪ ডিসেম্বর স্বদেশে ফিরে আসেন।

Leave A Reply

Your email address will not be published.