সবকিছু খুলে দিলে অনেক লোক মারা যাবে : ট্রাম্প

295

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, অর্থনীতি চালু করতে সবকিছু পুনরায় খুলে দেয়া হলে অনেক আমেরিকান মারা যাবে।

সামাজিক দূরত্বের পদক্ষেপ তুলে নেয়া হলে এবং অর্থনীতি সচল করতে সবকিছু খুলে দিলে মৃত্যু সংখ্যা বেড়ে যাবে কিনা এবিসি নিউজের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার কিছু সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার আরিজোনার ফোনিক্সে হানিওয়েল ফ্যাক্টরি সফরকালে তিনি বলেন, তাই বলে অ্যাপার্টমেন্ট, ঘরে কিংবা যেখানেই হোক আপনি অবরুদ্ধ থাকতে পারেন না।

লকডাউন শুরুর পর এটিই তার প্রথম বড় ধরনের সফর।

কিছু লোক মারাত্মকভাবে আক্রান্ত হবে কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই। কিন্তু আমাদেরকে আমাদের দেশ সচল করতে হবে।

করোনা মোকাবেলায় মেডিক্যাল স্টাফসহ সামনের কাতারে যারা রয়েছেন তাদের জন্যে মাস্ক তৈরি করছে হানিওয়েলের কর্মীরা। তাদের কাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, এখন সামনের দিকে তাকানোর সময়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গত ২৪ ঘন্টায় আরো ২ হাজার ৩৩৩ জন মারা গেছে বলে জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। এ সংখ্যা জুন নাগাদ দৈনিক হিসাবে তিন হাজার হতে পারে বলে কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়েছে। করোনা ভাইরাসে ইতোমধ্যে দেশটিতে ৭০ হাজারের বেশি লোক মারা গেছে। সূত্র: বাসস

Leave A Reply

Your email address will not be published.