যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭২ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে।
জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন ৭২ হাজার ২৩ জন। চীনে প্রাদুর্ভাব শুরু হওয়া এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তাতে উদ্বেগ আরও বেড়েছে।