যুক্তরাষ্ট্রে করোনায় ২০১ প্রবাসী বাংলাদেশির মৃত্যু, চিকিৎসা নিচ্ছেন ৫ হাজার

226

নিউইয়র্ক থেকে: করোনাভাইরাস কেড়ে নিল আরও দুই প্রবাসী বাংলাদেশির প্রাণ। ৩ মে তারা মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২০১ প্রবাসী বাংলাদেশির প্রাণ গেল করোনা মহামারিতে।

হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটি জানায়, টানা ১৪ দিন নিউইয়র্কের কর্নেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ৩ মে ভোরে মৃত্যু হয়েছে  রেস্টুরেন্ট ব্যবসায়ী সমীর চন্দ্রদেবের (৫৪)। একইদিন বিকেলে এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেন ইস্ট এলমহার্স্ট এলাকার অধিবাসী এবং মৌলভীবাজারের সন্তান আলহাজ্ব কয়সর আহমেদ (৭২)। 

জানা গেছে, নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটের হাসপাতাল এবং বাসায় এখনো ৫ হাজারের অধিক প্রবাসী বাংলাদেশি করোনার চিকিৎসা নিচ্ছেন। 

Leave A Reply

Your email address will not be published.