দেশে করোনা কেড়ে নিল আরও ২ প্রাণ, মোট ১৭০

291

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেল ১৭০ জন। নতুন মারা যাওয়া ‍দুই ব্যক্তির মধ্যে একজন পুরুষ এবং একজন নারী।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৩১টি ল্যাবে ৫৫৭৩টি নমুনা পরীক্ষা করে ৫৭১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলেন ৮২৩১জন।

ডা. নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আরও ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে ১৭৪জন করোনা রোগী সুস্থ হলেন। এছাড়া, চিকিৎসাধীন আরও ৮০০জন করোনা রোগী সুস্থ আছেন। তাদের মধ্যে নতুন করে কোনও উপসর্গ দেখা যায়নি। তবে তাদের আরও পরীক্ষা করে সম্পূর্ণ নিশ্চিত হয়ে ছাড়পত্র দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.