গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৫৭১ জন, মোট ৮২৩১
ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮২৩১ জনে।
আজ শুক্রবার (০১ মে) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৩১টি ল্যাবে ৫৫৭৩টি নমুনা পরীক্ষা করে ৫৭১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলেন ৮২৩১জন।
ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেল ১৭০ জন। নতুন মারা যাওয়া দুই ব্যক্তির মধ্যে একজন পুরুষ এবং একজন নারী।
তিনি আরও বলেন,, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আরও ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে ১৭৪জন করোনা রোগী সুস্থ হলেন। এছাড়া, চিকিৎসাধীন আরও ৮০০জন করোনা রোগী সুস্থ আছেন। তাদের মধ্যে নতুন করে কোনও উপসর্গ দেখা যায়নি। তবে তাদের আরও পরীক্ষা করে সম্পূর্ণ নিশ্চিত হয়ে ছাড়পত্র দেওয়া হবে।