পরের বছর বাতিল হয়ে যাবে টোকিও অলিম্পিক!

296

স্পোর্টস ডেস্ক: এবছর জুলাইয়ে টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পেছানো হয়েছে এক বছর। ফলে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০২১ সালে।

পরের বছরও যদি পরিস্থিতি অনুকূল না থাকে তাহলে? গেমসটির আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মরি বলছেন, পরেরবার আর স্থগিত বা অপেক্ষা নয়। বাতিল হয়ে যাবে টোকিও অলিম্পিক।

করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হবে টোকিও অলিম্পিক। আলোচনা চলছে, পরের বছরও যদি করোনার ভ্যাকসিন তৈরি না হয়, তাহলে এই সূচিতেও ইভেন্টটি গড়ানো সম্ভব হবে না। তাহলে আবারও পেছানো হবে অলিম্পিক?

এমন প্রশ্নে ইউশিরো মরি সরাসরি বলেন, না, এমনটি আর পরের বার হবে না। গেমসটি তখন একেবারে বাতিলই হয়ে যাবে।

তার পরেও পরের বছর গেমসটি অনুষ্ঠিত করা যাবে, এ নিয়ে আশাবাদী গেমস প্রধান, যদি আমরা চলমান যুদ্ধে জয়ী হতে পারি, তাহলে অতীতের যে কোনও অলিম্পিকের তুলনায় এই অলিম্পিকটি হবে খুবই মূল্যবান। তাই আমাদের বিশ্বাস রাখতেই হবে, নাহলে সব পরিশ্রম ও প্রচেষ্টা বিফলে যাবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাপানের মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়োশিতাকে ইয়োকোকুরা বলেছেন, করোনার ভ্যাকসিন বা কার্যকরী পথ্য ছাড়া ২০২১ সালে অলিম্পিক আয়োজন কঠিন হয়ে যাবে।

পরিস্থিতি নিয়ে তার ভাষ্যটি ছিল এমন, জাপানের অলিম্পিক আয়োজন করা উচিত বা উচিত নয়- এমনটি আমি বলছি না। তবে আমি বলতে চাইছি ভ্যাকসনি ছাড়া এর আয়োজন কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে।

তিনি আরও বলেছেন, জাপানে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও বাকি দুনিয়ায় মহামারি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকলে এটি আয়োজন কষ্টকর হয়ে যাবে।

Leave A Reply

Your email address will not be published.