সদস্য দেশগুলোর পাশে দাঁড়াতে ১,৫০০ লাখ ডলারের আর্থিক সহায়তা দিবে ফিফা

286

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। স্থগিত রয়েছে ইউরোপীয় শীর্ষ ফুটবল লিগসহ প্রতিটি দেশের ফুটবল টুর্নামেন্ট। আর এতেই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, জায়ান্ট ক্লাব বার্সা-রিয়ালসহ ফিফার সদস্য দেশগুলো।

আর তাই করোনার সংকটে পড়া সদস্য দেশগুলোর পাশে দাঁড়াতে যাচ্ছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। দেশগুলোর জন্য ১,৫০০ লাখ ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে তারা।

শুক্রবার (২৪ এপ্রিল) ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো জানান, আগামী কয়েকদিনের মধ্যে ২০১৯ ও ২০২০ সালের ফুটবলের কার্যক্রম পরিচালনার জন্য ২১১টি সদস্য দেশের মধ্যে এই বরাদ্দ বণ্টন করে দেওয়া হবে।

ফিফা থেকে জানানো হয়েছে, ‘সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে’ প্রত্যেক সদস্য দেশের ফুটবলের গভর্নিং বডিকে দেওয়া হবে ৫ লাখ ডলার করে।

ইনফান্তিনো বলেন, পুরো ফুটবল কমিউনিটিকে এই সংকট থেকে উদ্ধারে আমরা আর্থিক সহায়তার যে সুদূর প্রসারী পরিকল্পনা নিচ্ছি এই সহায়তা সেটার প্রথম পদক্ষেপ।

তিনি আরও বলেন, যেসব দেশ তীব্র সংকটের মুখোমুখি হচ্ছে তাদের পাশে দাঁড়ানো ফিফার দায়িত্ব। আমাদের সদস্য অ্যাসোসিয়েশনগুলোতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়ে এটা শুরু হলো। অনেকেই তীব্র অর্থনৈতিক সংকটে আছে।

প্রসঙ্গত, এই ফান্ড আসবে ২০১৬ সালে চালু হওয়া ফিফা ‘ফরোয়ার্ড ২.০’ প্রোগ্রাম থেকে। ২০১৯-২০২২ সময়ে এর তহবিল দাঁড়াবে প্রায় পৌনে ২ কোটি ডলার।

Leave A Reply

Your email address will not be published.