জন্মদিন পালন স্থগিত রাখবেন শচীন

325

স্পোর্টস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সারা বিশ্বের মানুষ। সে কথা মাথায় রেখে জন্মদিন পালন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন শচীন টেন্ডুলকার। আগামীকাল ২৪ এপ্রিল ৪৭ বছরে পা দিচ্ছেন তিনি। খেলার দিন থেকে বরাবর প্রিয়জন, বন্ধুবান্ধব এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এই বিশেষ দিন পালন করে আসছেন তিনি। কিন্তু এবারই তার ব্যতিক্রম হতে চলেছে।

মুম্বাইয়ে যোগাযোগ করে জানা গেছে, ঘনিষ্ঠ মহলে শচীন বলেছেন-সারা দেশ এবং গোটা বিশ্বে খুবই কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সকলে। ভারতে গত এক মাস ধরে লকডাউন চলছে। এই অবস্থায় নিজের জন্মদিন পালন স্থগিত রাখার সিদ্ধান্তই নিচ্ছেন তিনি। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, এই সময়টাতে সবচেয়ে বেশি করে দরকার মানুষের জন্য প্রার্থনা করার। ডাক্তার, নার্স, চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত সকলের জন্য, পুলিশ কর্মী এবং সেনা কর্মীদের শ্রদ্ধা নিবেদন করার সময় এটা। কারণ তাঁরা সকলে ব্যস্ত রয়েছেন মানুষের সেবায়।

এর আগে মানুষের কাছে শচীন নিজেই আবেদন জানিয়েছেন, ঘর থেকে না বেরোনোর। লকডাউন পালন করার। নিজেকে এবং সকলকে রক্ষা করতে এটাই একমাত্র পথ বলে জানান তিনি। একইসঙ্গে আহ্বান জানিয়েছিলেন, বার বার হাত ধুয়ে নিজেকে সুস্থ রাখুন সকলে।

Leave A Reply

Your email address will not be published.